ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র অতীতে ছিল এবং এখনো আছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা পোশাক শিল্পের অগ্রগতি ব্যাহত করতে পারবে না।
বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা থাকার পরও পোশাক শিল্পে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৩তম ঢাকা আন্তর্জাতিক সুতা ও বস্ত্র প্রদর্শনী’র উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে একই সাথে ‘দ্বিতীয় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ এবং ‘৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো’ উদ্বোধন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা জোরদার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্পকারখানা পরিদর্শন ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
এ শিল্পে অর্জিত দক্ষতা ও সুনামের জন্য কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে বাংলাদেশি জনবল দিয়ে তৈরি পোশাক কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।
চার দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের ২১টি দেশের ৩৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীরা প্রবেশমূল্য ছাড়াই প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।