রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইবিতে শীতকালীন ছুটি শুরু ৬ ফেব্রুয়ারি

| প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০১৮ | ৯:১১ অপরাহ্ন

ঢাকা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আগামী ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে।

এ উপলক্ষে ওই দিন থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ছুটি শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

উল্লেখ্য, ৪র্থ সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির পরিবর্তে ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়।