চট্টগ্রাম: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫০৪ রান। স্বাগতিক টাইগারদের থেকে তারা পিছিয়ে মাত্র নয় রানে। হাতে আছে সাত উইকেট।
তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দু’জনেই ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু ১৭৩ রানে আউট হন সিলভা। ডাবল সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতেই সাজঘরে ফিরেন মেন্ডিস। কিন্তু শ্রীলঙ্কার ঘাটতি পূরণে বেশ বড় অবদান রাখতে সক্ষম হন তারা।
তারা ফিরে যাওয়ার পর লাঞ্চের আগেই ফিফটি করেন রোশন সিলভা। তৃতীয় দিনের খেলা শেষে ৮৭ রানে অপরাজিত আছেন সিলভা। ৩৭ রানে অপরাজিত আছেন চান্ডিমাল।