চট্টগ্রাম: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার চুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের আয়োজনে ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুয়েট ভিসি বলেন, আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমরা দৈনন্দিন প্রয়োজনে অনাদিকাল থেকে ভূ-পৃষ্ঠের পানির উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমান সময়ে দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফলে ক্রমশ বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে এই সঙ্কট নিরসন করা সম্ভব। ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ পদ্ধতিটা এই অঞ্চলের মানুষের কাছে নতুন নয়। এটি বরং বিশুদ্ধ পানি সংরক্ষণের একটি সহজ ও বৈজ্ঞানিক উপায়।
পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক ড. এম.এ লিয়াকত আলী, রেইন ফোরামের প্রেসিডেন্ট প্রকৌশলী সৈয়দ আজিজুল হক প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়ক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আসিফুল হক। সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা তাবাস্সুম। ওয়াটার এইড বাংলাদেশ এবং রেইন ফোরামের যৌথ সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় চুয়েটের পুরকৌশল বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওয়াটার এইডের পক্ষ থেকে চুয়েট ভাইস চ্যান্সেলরকে ক্রেস্ট প্রদান করা হয়।