রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

২২২ রানে অলআউট শ্রীলঙ্কা

| প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৩:২০ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

চট্টগ্রামে রান উৎসবের টেস্টে একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ঢাকা টেস্টে তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২২২ রানে। ইনিংস টিকল ৬৫.৩ ওভার।

তিন বাঁহাতি গুঁড়িয়ে দেন লঙ্কানদের। উইকেট থেকে বেশ সহায়তা পাওয়া দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম নেন চারটি করে উইকেট। বাঁহাতি মুস্তাফিজুর রহমানের শিকার দুটি।

চার বছর পর টেস্ট খেলতে নেমে ফেরাটা রাঙিয়েছেন রাজ্জাক। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা (৩/৯৩) ছাড়িয়ে ৬৩ রানে নিয়েছেন ৪ উইকেট।