বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অলিম্পিকে আরও দুই বাংলাদেশি

| প্রকাশিতঃ ৯ জুলাই ২০১৬ | ৬:০৪ অপরাহ্ন

ঢাকা: আবদুল্লাহ হেল বাকি, শ্যামলি রায়ের পর এবার রিও অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন আরও দুই বাংলাদেশি ক্রীড়াবিদ। এরা হলেন-মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।

এ নিয়ে এবার মোট চারজনের হাতে উঠেছে ‘ওয়াইল্ড কার্ড’। তবে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের বিষয়টা একটু ভিন্ন। র‌্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরের সুবাদে ‘ওয়াইল্ড কার্ড’ ছাড়াই অলিম্পিকে অংশ নিতে পারবেন তিনি। যদিও আগামী সোমবার বিশ্ব গলফের র‌্যাঙ্কিংটা নড়চড় হতে পারে। কারণ ওইদিন সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করবে আন্তর্জাতিক গলফ ফেডারেশন।

সেক্ষেত্রে সিদ্দিকুরের অবস্থান ৬০ এর মধ্যে থাকলেও সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পাবেন তিনি। তবে সরাসরি রিওতে খেলার ব্যাপারে আশাবাদী সিদ্দিকুরও। র‌্যাঙ্কিংয়ে বড় কোনো নড়চড় না হলে অলিম্পিকের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী।’

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর রিও অলিম্পিক। যেখানে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর এবং ব্রেস্টস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করবেন টুম্পা ও মাহফিজুর।