মিলোস রাউনিককে সরাসরি ৩-০ সেটে হারিয়ে এবারের উইম্বলডনের পুরুষ এককের শিরোপা জিতলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। বিশ্বের ২ নম্বর বাছাই অ্যান্ডি মারের এটি তৃতীয় গ্রান্ড স্ল্যাম।
ট্রফি হাতে হাস্যজ্জ্বল অ্যান্ডি মারে। স্বর্নালী এই ট্রফি হাতে মারের উন্মাদনাই প্রমাণ করে দিচ্ছে একটি উইম্বলডন শিরোপার জন্য কতটা ক্ষুধার্ত ছিলো ব্রিটিশ টেনিস প্রেমীরা। যে তালিকায় ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। কারণটাও পরিষ্কার। ১৯৩৫ সালে ফ্রেড পেরির পর ৮১ বছর কেটে গেছে। আর, সেই ৮১ বছর পরই অ্যান্ডি মারেই কোন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে মালিক হলেন ২টি উইম্বলডন শিরোপার।
গ্রাস কোর্টের লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই মারের অসাধারণ ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড ট্যাকেলের সামনে বেশ অসহায় ছিলেন কানাডিয়ান তরুণ মিলোস রাওনিক। প্রথম সেট সহজেই ৬-৪ গেমে জিতে নেন মারে।
এরপর দ্বিতীয় সেটে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন রাওনিক। টাইব্রেকে গড়ানো দ্বিতীয় সেটটি মারে জিতে নেন ৭-৬ গেমে।
হার এড়াতে তখনো প্রাণপণে লড়ে যাচ্ছিলেন বিশ্বের ষষ্ঠ বাছাই রাওনিক। তৃতীয় সেটেও অ্যান্ডি মারের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন এই কানাডিয়ান তরুণ। কিন্তু, শেষ রক্ষা করতে পারেননি। টাইব্রেকে গড়ানো সেই সেটও অ্যান্ডি মারে জিতে নেন ৭-৬ গেমে। আর, তাতেই কিনা ক্যারিয়ারের তৃতীয় গ্রান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয়ের আনন্দে মাতেন বিশ্বের দু’নম্বর বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
এটি মারের ক্যারিয়ারের তৃতীয় গ্রান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন শিরোপা। এর আগে ২০১৩ সালে এই উইম্বলডন শিরোপা জয়ের আগের বছর ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সাম্প্রতিক সময়ে টেনিসে ব্রিটিশদের এই স্বপ্ন সারথি।