রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে ছাত্রলীগের দু্ই গ্রুপের সংঘর্ষ

| প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারী ২০১৮ | ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের সংঘাতে জড়িয়ে পড়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এতে অমিত, তানজিল হৃদয় এবং লিটন পালিত নামে তিন জন আহত হয়েছেন। সোমবার বিকেলে চবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সংঘাতে জড়িয়ে একটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত। অপর গ্রুপটি সদ্য প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছিল। যা বর্তমানে মহিউদ্দিন পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থিত।

জানা যায়, সকাল থেকে নাছির সমর্থিত একাকার গ্রুপের সাথে নওফেল সমর্থিত সিএফসি গ্রুপের সাথে উত্তেজনা চলছিল। বিকেলে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।