রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে সংঘর্ষ : হল থেকে এলজি ও বস্তাভর্তি দেশি অস্ত্র উদ্ধার

| প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ১২:১৪ অপরাহ্ন

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন হলে অভিযান চালিয়ে দু’টি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (সোমবার)বিকেলে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালানো হয়।

অভিযানে শাহজালাল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও সোহরাওয়ার্দী হল থেকে কয়েক বস্তা রামদা ও পাথর পাওয়া যায়। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, ‘অভিযানে শাহজালাল হল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অগ্নেয়াস্ত্র (এলজি) ও সোহরাওয়ার্দী হল থেকে দেশি অস্ত্র পাওয়া গেছে। ক্যাম্পাসে অস্থিতিশীলতা থামাতে এ অভিযান পরিচালনা করা হয়।’

একুশে/ এএ