চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরীর অব্যাহতির দাবিতে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে তালা দেওয়ায় লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বেসরকারি সময় টেলিভিশনের গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চবি প্রক্টর অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সময় টিভির রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, গাড়িচালকসহ কয়েকজন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়েরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বলেন, ‘প্রক্টর স্যার সাংবাদিকদের নিয়ে কথা বলার সময় অতর্কিত হামলা চালিয়ে প্রক্টর অফিসের একটি ও সময় টিভির একটি গাড়ি ভাঙচুর চালায় অবরোধকারীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরে গিয়ে অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের বলেন, অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তালা খুলে দেওয়ার জন্য বলা হলেও তারা খুলেনি। তাই তাদের সরিয়ে দিয়ে তালা ভেঙে ফেলা হয়।
একুশে/এএ