রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নিজ উদ্যোগে ২০৬ বিদ্যালয়ে শহীদ মিনার

| প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৫:১৬ অপরাহ্ন

দিনাজপুর : নিজ উদ্যোগে পার্বতীপুরের ২০৬টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হলো শহীদ মিনার। শিক্ষানুরাগী, ধনাঢ্য ব্যক্তি ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়।

মঙ্গলবার সকালে পার্বতীপুর স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শহীদ মিনার উদ্বোধন করেন।

এতে করে আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ হাজার শিশু নিজ নিজ বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার কথা বলেন স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি নিজ উদ্যোগে শহীদ মিনারগুলো নির্মাণ করতে বিভিন্ন সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদকে উদ্বুদ্ধ করেন। এলাকাবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান। মন্ত্রীর কথামতো প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শহীদ মিনার নির্মাণ কাজের তদারকি করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার ও নির্মিত শহিদ মিনারের সহযোগী উদ্যোক্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করীম. উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র মেনহাজুল হক প্রমুখ।

একুশে/ এএ