শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চলে গেলেন অভিনেতা কাজী জামালউদ্দিন আহমেদ

| প্রকাশিতঃ ৩ মার্চ ২০১৮ | ১:০৪ অপরাহ্ন

একুশে ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও টিভি ব্যাক্তিত্ব কাজী জামালউদ্দিন আহমেদ আর নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ছেলে কাজী এম আহমেদ জানিয়েছেন, শনিবার জোহর নামাজের পর গুলশান কেন্দ্রীয় মসজিদে কাজী জামালউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী নিয়ে যাওয়া হবে। সেখানে ধামারনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন কাজী জামালউদ্দিন আহমেদ। তিনি আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। এরপর বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন। তার অভিনয় জীবন শুরু হয় শেষ বয়সে চাকুরী থেকে অবসরে যাওয়ার পর।

ধারণা করা হয়ে থাকে, তিনিই বাংলাদেশি মিডিয়াতে আসা সবচেয়ে বেশি বয়সী অভিনেতা।

একুশে/এএ