শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলফি আসক্তি কমাতে ট্যাবলেট!

প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০১৫ | ৬:৩০ অপরাহ্ন

::  তথ্যপ্রযুক্তি ডেস্ক ::

tabletসেলফি তুলতে আসক্তি নেই এমন মানুষের খোঁজ সহজেই পাওয়া যাবে না। শিশু থেকে বয়স্ক সবাই যেন সেরফি জ্বরে ভুগছেন। বিশ্বব্যাপী সেলফি নিয়ে মাতামাতিরও শেষ নেই। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। কেননা এসব জায়গায় সেলফি তুলতে গিয়ে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে।

এরপরও থেমে নেই সেলফি তোলা। ঘরে বাইরে, রাস্তাঘাট, রেস্তোঁরা কিংবা পার্কে যেখানেই যান না কেনো সেলফি না তুললে যেন মজাই পাওয়া যায় না। শুধু কি তাই সেলফি তুলে সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। সেলফি তোলা যেন এক ধরনের নেশা! এই নেশা থেকে কেউ কেউ মুক্তি পেতে মনোবিজ্ঞানীদের দ্বারস্থ হচ্ছেন। আর সেলফি আসক্তি থেকে রেহাই পেতে এক ধরনের ট্যাবলেট সেবনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সেলফিতে মারাত্মক আসক্তদের জন্য `অ্যান্টি-সেলফি ট্যাব` নামে এক ধরনের ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে। এই ট্যাবলেটেই পুরুষদের দিনে একটি এবং নারীদের দিনে ৫টি সেবন করতে বলা হয়েছে। প্রতি বক্সের দাম ১৫ দশমিক ২২ মার্কিন ডলার।