ঢাকা: সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন বা কাউকে উগ্রবাদে জড়িত হতে উৎসাহ দেননি বলে দাবি করেছেন পিস টিভির মালিক ও ‘বিতর্কিত’ ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। আজ শুক্রবার সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে ভারতের মুম্বাইয়ের মাজাগান গার্ডেন এলাকার বাঙ্কুয়েট হলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জাকির নায়েক বলেন, ‘আমি ২৫ বছর ধরে ইসলামের বিষয়ে বক্তব্য দিচ্ছি, কিন্তু কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করিনি।’ সকল মুসলিমকে সন্ত্রাসী হওয়ার আহ্বান জানানোর বিষয়ে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন জাকির। বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতীকী অর্থে এ কথা বলেছিলেন। ইসলাম আত্মঘাতী হামলাকে সমর্থন করে না বলেও উল্লেখ করেন তিনি।
গত ১ জুলাই ঢাকার গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী দুইজন জাকির নায়েকের বক্তব্যে উৎসাহিত হয়েছেন বলে তাদের ফেসবুকে উল্লেখ করেন। এরপর থেকে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দেয়ার অভিযোগ ওঠে। বন্ধ করে দেয়া হয় তার পিস টিভির সম্প্রচার। তদন্তে নামে ভারতীয় গোয়েন্দারা, দেশটিতে বন্ধ করে দেয়া হয় পিস টিভির সম্প্রচার। পরে একই সিদ্ধান্ত নেয় বাংলাদেশও। আর ভারতে এলে গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কায় জাকির নায়েক সৌদি আরবে অবস্থান করছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সময় নির্ধারণ করেও তিনি সংবাদ সম্মেলন বাতিল করেন। এরপর মদিনা থেকে স্কাইপের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
গুলশানে হামলাকারীদের কারো সঙ্গে কখনো দেখা হয়েছে কি না জানতে চাইলে জাকির নায়েক বলেন, ‘আমি জ্ঞাতসারে কখনোই কোনো জঙ্গির সঙ্গে দেখা করিনি। তবে যদি কোনো লোক আমার পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়, আমি কেবল হাসি উপহার দিই। আমি জানি না তারা কে। আমি প্রতি মাসে হাজারো লোকের সঙ্গে দেখা করি।’
তিনি বলেন, ‘আমার বক্তব্য ভুলভাবে উত্থাপন করা হয়েছে। আমি শান্তির বার্তাবাহক।’
আত্মঘাতী হামলা ইসলাম সমর্থন করে না উল্লেখ করে ডা. নায়েক বলেন, ‘আত্মঘাতী বোমা হামলায় যেখানে নিরাপরাধ লোককে হত্যা করা হয়, তা ইসলাম কখনোই সমর্থন করে না। এটা ভুল।’ নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি একটি পেনড্রাইভ দেব যাতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব দেয়া হয়েছে। বিতর্কিত মানসিকতা পরিত্যাগ করে এটি দেখুন, আমাকে আপনারা নির্দোষ হিসেবেই দেখতে পাবেন।’