রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পার্বত্যাঞ্চলে চাকমা-মারমা ও ত্রিপুরা ভাষার উপর প্রশিক্ষণ শুরু

| প্রকাশিতঃ ২ এপ্রিল ২০১৮ | ১২:০৭ পূর্বাহ্ন

SAMSUNG CAMERA PICTURES

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : জাবারাং কল্যাণ সমিতি ও বনফুল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একযোগে শুরু হয়েছে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় শিক্ষক প্রশিক্ষণ।

খাগড়াছড়িতে ককবরক ত্রিপুরা, রাঙ্গামাটিতে চাকমা ও বান্দরবানে মারমা ভাষার উপর প্রশিক্ষণ কার্যক্রমটি ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০১৬-২০১৭ এর আওতায় বাংলাদেশ ইউনেস্কো শিক্ষা কমিশনের সহযোগিতায় বনফুল এডুকেশন ফাউন্ডেশন ও জাবারাং কল্যাণ সমিতি যৌথ উদ্দ্যোগে বাস্তবায়ন করছে।

রোববার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা রিসোর্স সেন্টারে ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমার সভাপতিত্বে শুরু হওয়া ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এডিন চাকমা, রিড প্রজেক্ট, প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা।

মা, মাতৃভূমি ও মাতৃভাষা হল যে কোনো জাতিগোষ্ঠীর জন্য বেঁচে থাকার অপরিহার্য উপাদান। তার একটি মাতৃভাষা। এই মাতৃভাষায় শিক্ষাদানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাঠদানরত শিক্ষকদের জন্য প্রশিক্ষণটি অবশ্যই যুগোপযোগী বলেও মত ব্যক্ত করেন বক্তারা। প্রশিক্ষণের পর শিক্ষকদের পাঠদান মনিটরিং করা দরকার বলে মত দেন সদর উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ।