ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ছুটিতে থাকার কারণে মেসির অবর্তমানে মেসির বাবা হোর্হে মেসি চুক্তি সাক্ষর করেছেন।
রোববার কাতালান ক্লাবটির বরাত দিয়ে স্পেনের জনপ্রিয় ক্রীড়া বিষয়ক দৈনিক ‘মুন্ডো দির্পোটিভো’ জানায়, মেসিকে দীর্ঘমেয়াদীতে ধরে রাখতে চাচ্ছে বার্সা কর্তৃপক্ষ। এমন চুক্তিতে রাজি মেসির বাবাও। তবে শেষমেশ তিন বছরের চুক্তি হয়েছে।
বার্সা ইতোমধ্যে নতুন করে দুজনকে দলে ভিড়িয়েছে। এরা হলেন- ডিফেন্ডার লুকাস ডিগনে ও স্যামুয়েল উমিতি। এ ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তোকে দলে টানতে প্রায় সব প্রক্রিয়া শেষের পথে বার্সার। এর আগে নেইমারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা।
২০০০ সালের ১৪ ডিসেম্বর। বাবার হাত ধরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান জুনিয়র মেসি। সেদিন মিটিংয়ে মেসির সঙ্গে চুক্তিবদ্ধ হয় কাতালান ক্লাবটি। তবে মাজার ব্যাপার হল তখন কোনো কন্ট্রাক্ট পেপার পাওয়া যেত না। তাই টিস্যু পেপারের ওপর সই করানো হয় ফুটবলের যুবরাজকে।
প্রসঙ্গত, বার্সার হয়ে ৫৩৩ ম্যাচ খেলে ৪৫৬টি গোল করেছেন মেসি। সতীর্থদের গোল করতে সহযোগিতা করেছেন ২১২টি।