ঢাকা: চারদিনে শেষ হলো লর্ডস টেস্ট। বোলারদের দৃঢ়তায় চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৭৫ রানে হারালো পাকিস্তান। ফলে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো সফরকারীরা। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের পরবর্তী ম্যাচটি শুরু হবে আগামী ২২ জুলাই।
রবিবার পাকিস্তানের দেয়া ২৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ সব উইকেট হারিয়ে ২০৭ রান করতে সমর্থ হয় ইংলিশরা।
দলের পক্ষে জেমস ভিন্স ৪২, গ্যারি ব্যালান্স ৪৩, জনি বেয়ারস্টো ৪৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ ৪টি, রাহাত আলী ৩টি, মোহাম্মদ আমির ২টি ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নেন।
ইয়াসির শাহ প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬টি উইকেট। ফলে, দুই ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যা ১০টি। অন্যদিকে, ইংলিশ পেসার ক্রিস ওয়েকস দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিয়েছেন।
গত ১৪ জুলাই ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল-হকের সেঞ্চুরি ও আসাদ শফিকের হাফ সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে মিসবাহ-উল-হক ১১৪, আসাদ শফিক ৭৩, মোহাম্মদ হাফিজ ৪০, ইউনিস খান ৩৩ ও সরফরাজ আহমেদ ২৫ রান করেন। ইংলিশদের পক্ষে ক্রিস ওয়েকস ৬টি, স্টুয়ার্ট ব্রড ৩টি ও জেক বল একটি করে উইকেট নেন।
পরে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক অ্যালেস্টার কুক। এছাড়া জো রুট ৪৮, ক্রিস ওয়েকস ৩৫, জনি বেয়ারস্টো ২৯ ও মঈন আলী ২৩ রান করেন। পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ একাই নেন ছয়টি উইকেট। এছাড়া মোহাম্মদ আমির একটি, রাহাত আলী একটি ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট নেন।
এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটে নেমে ২১৫ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আসাদ শফিক ৪৯, সরফরাজ আহমেদ ৪৫, ইয়াসির শাহ ৩০ রান করেন। ইংলিশ পেসার ক্রিস ওয়েকস ৫টি, স্টুয়ার্ট ব্রড ৩টি ও মঈন আলী ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ।