বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চবিতে পদ বঞ্চিতদের মূল ফটকে তালা

| প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৬ | ৩:৩৪ অপরাহ্ন

CUচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় সদ্য গঠিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বঞ্চিত করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়েছে ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার দুপুর আড়াইটার দিকে তারা মূল ক্যাম্পাসের প্রবেশের এই ফটকে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া দুপুর আড়াইটার নগরমুখী শাটলট্রেনটিও ১০ মিনিটের জন্য আটকে রাখে তারা।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটলট্রেনের বগিভিত্তিক সংগঠন কনকর্ড, ভিএক্স, বাংলার মুখ ও এক নম্বর গেট ছাত্রলীগ বলে পরিচিত পক্ষের নেতাকর্মী। এরা সবাই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে রাজনীতি করেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া আবদুল মালেক বলেন, যোগ্য ও অতীতে শিবির বিরোধী আন্দোলনে অংশ নেওয়ারা সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে বঞ্চিত হয়েছেন। অধিকাংশ নেতাকর্মীই প্রত্যাশিত পদে আসেননি। এজন্য বিক্ষুব্ধ নেতাকর্মীরা আন্দোলনে নেমেছেন।