চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। রোববার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন।
বিষয়টি নিশ্চিত করে এসএম জাকির হোসেন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে যারা পরিশ্রমী, ত্যাগি ও পরিচ্ছন্ন ইমেজের তারা স্থান পেয়েছে।’
এদিকে সোমবার সকালে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশিত হওয়ার পর দুপুর ২টার দিকে ক্যাম্পাসের রেলস্টেশন চত্ত্বরে বিক্ষোভ করে পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগের একাংশের কর্মীরা। এসময় তারা শহরগামী শার্টল ট্রেন আটকে দেয়, এবং ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়।
আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ড’, ‘বাংলার মুখ’ এবং ‘ভিএক্স’ গ্রুপের নেতাকর্মীরা।
‘বাংলার মুখ’ গ্রুপের নেতা মোহাম্মদ মামুন জানান, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি সংশোধন করে ‘প্রকৃত ছাত্রলীগ’ এবং ‘ত্যাগি কর্মীদের’ জায়গা করে দিতে হবে, অন্যথায় এ কমিটির বিরুদ্ধে আরো বড় ধরণের আন্দোলনে নামবো আমরা’
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয়ার কথা স্বীকার করে সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ‘ছাত্রলীগের কিছু কর্মী মূল ফটকে তালা দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, এখন মূল ফটক খুলে দেয়া হয়েছে।’
উলে¬খ্য, গত বছরের ২০ জুলাই মোহাম্মদ আলমগীর টিপুকে সভাপতি এবং এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ১ বছর মেয়াদ শেষের মাত্র ২দিন আগে এবার ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি।