শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটার আন্দোলন ছেড়ে ক্লাসে যান : ছাত্রলীগ সভাপতি

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০১৮ | ৫:১৯ অপরাহ্ন

একুশে ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি বাদ দিয়ে ক্লাসে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সরকার এক মাস সময় নিয়েছে। যাঁরা এখন আন্দোলন করছেন, তাঁরা পড়ার টেবিলে যান, ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে সোহাগ এ কথা বলেন। ঢাবির উপাচার্যের বাসভবনে ভাঙচুর-লুটপাট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগ দুটি দাবি জানায়। প্রথম দাবি, কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার গুজব তুলে ইমরান এইচ সরকার ফেসবুকে প্রপাগান্ডা চালিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করতে হবে। দ্বিতীয় দাবি, উপাচার্য বাসভবনে হামলাকারীদের শাস্তি দাবি।

সোহাগ আরো বলেন, অনেকে প্রপাগান্ডা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভিসির বাড়ি হামলা করেছে, তাদের শাস্তিও দিতে হবে।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আগামী মে মাসে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের আশ্বাস দিয়েছেন। এরপরও যারা আন্দোলন করছে, এরা বিশৃঙ্খলাকারী। এদের আন্দোলনে শিক্ষার্থীদের না যাওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ খান, উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

একুশে / এএ