শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মোস্তাফিজ

| প্রকাশিতঃ ১৯ জুলাই ২০১৬ | ১০:১৪ অপরাহ্ন

mustafizঢাকা: অবশেষে ইংল্যান্ডের ভিসা পেলেন বাংলাদেশের প্রতিভাবান ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।মঙ্গলবার বিকালে পাসপোর্ট হাতে পান তিনি।দেরি না করে বুধবার সকাল ১০.১০টায় বিমান বাংলাদেশ এয়ার ল্যাইন্সে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মোস্তাফিজ।লন্ডন পৌঁছাবেন স্থানীয় সময় বেলা তিনটায়। ঢাকা টাইমসকে এটা নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার সজীব।মোস্তাফিজকে পেতে অধীর হয়ে আছে তাঁর কাউন্টি দল।

মোস্তাফিজ ওখানে চাকরি করতে যাচ্ছেন। তাই প্রফেশনাল ভিসা নিতে হয়েছে তাকে। এই ধরনের ভিসা পেতে ৭-১০ কর্মদিবস লেগে যায়। তিনি ১১ জুলাই দূতাবাসে গিয়েছিলেন।

কাউন্টিতে মোস্তাফিজ খেলবেন সাসেক্সের হয়ে। ২১ জুলাই তিনি প্রথম মাঠে নামবেন। এদিন সাসেক্সের প্রতিপক্ষ এসেক্স। ২ মার্চ তাঁর সঙ্গে চুক্তি হয় সাসেক্সের সঙ্গে। যাবার কথা ছিল জুনের শুরুতে। কিন্তু আইপিএল থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেন মোস্তাফিজ। তাই ঐ সময় যেতে পারেননি তিনি। এরপর ১৩ জুলাই ইংল্যান্ড গিয়ে ১৫ তারিখে মাঠে নামার কথা থাকলেও ভিসা পেতে দেরি হওয়ায় সেটাও হয়নি।

টি-২০ ব্লাস্টে সাউথ গ্রুপে সামনে মোস্তাফিজের দল খেলবে তিনটি ম্যাচ। ইংলিশ কাউন্টির এই ক্লাবটির হয়ে তাঁর খেলার কথা ওয়ানডে কাপও। এই টুর্নামেন্টে মোস্তাফিজকে ছাড়াই চারটি ম্যাচ খেলতে হয়েছে সাসেক্সকে। মোস্তাফিজ যাওয়ার পরও গ্রুপ পর্বে থাকবে আরও চারটি ওয়ানডে ম্যাচ।

কিন্তু দলটির অবস্থা বড়ই করুণ। ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে ৯ দলের মধ্যে সবার নিচে। টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে দলটি।

মোস্তাফিজের ম্যাচের সময়সূচী

টি-টোয়েন্টি এসেক্স ২১ জুলাই রাত ১২.০০

টি-টোয়েন্টি সারে ২২ জুলাই রাত ১১.৩০

ওয়ানডে গ্লস্টারশায়ার ২৪ জুলাই বিকেল ৪.০০

ওয়ানডে হ্যাম্পশায়ার ২৭ জুলাই সন্ধ্যা ৭.০০

টি-টোয়েন্টি গ্ল্যামরগান ২৮ জুলাই রাত ১১.৩০

ওয়ানডে সমারসেট ৩০ জুলাই বিকেল ৪.০০

ওয়ানডে কেন্ট ২ আগস্ট সন্ধ্যা ৬.৩০