আবু আজাদ : পাঁচ বছরেও শেষ হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলক্রসিংয়ে ওভারব্রিজের নির্মাণ কাজ। এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল থেকে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের ভোগান্তি এখন যাত্রীদের নিত্যসঙ্গী।
বৃহস্পতিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এখানে যানজট এখন নিত্যদিনের ঘটনা হলেও গত কয়েকদিনে যানজটের তীব্রতা বেড়েছে বলে পরিবহন চালকরা জানান।
রাঙ্গামাটির কাঠ ব্যবসায়ি নুর মোহাম্মদ একুশে পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাত ১টায় সিলেট থেকে ফেনী পৌছালেও চট্টগ্রাম পৌছেছি শনিবার দুপুরে। মহিপালে ওভারব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় প্রায় ৮ ঘন্টা যানজটে আটকা ছিলাম।’
ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন চট্টগ্রামের ছেলে আতিক। তিনি একুশে পত্রিকাকে জানান, ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে শনিবার সন্ধ্যায় ফেনী সদরের মোহাম্মদ আলী বাজারে পৌছাই। যানজট দেখে বাস থেকে নেমে, কখনো টমটম কখনো সিএনজি অটোরিকশায় চড়ে রাত ১০টার দিকে শহরে (চট্টগ্রাম) পৌঁছান। কিন্তু তার সঙ্গে যার গাড়িতে ছিলো তারা পৌছান রাত তিনটায়।
এস আলম পরিবহনের চালক জানে আলম বলেন, ‘এখানে যানজট নিত্যদিনের চিত্র। এর ফলে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। ৬ ঘণ্টার ভ্রমণ ১০ থেকে ১২ ঘণ্টা লেগে যায়। এনা পরিবহনের চালক আব্দুর রশিদ বলেন, যেখানে ঢাকা থেকে ফেনী সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টায় পৌঁছানোর কথা, সেখানে ৯ থেকে ১০ ঘণ্টা লেগে যাচ্ছে।’
জানা যায়, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চলাচল নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পাঁচ বছর আগে ফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। ১০০ কোটি টাকা বাজেটে ওভারপাসটির নির্মাণ কাজ দেওয়া হয় ‘শিপো পিবিএল লিমিটেড’ নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ওভার পাসটির নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান তা করতে পারেনি। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওভারপাসটির কাজ পরিদর্শনে এসে এর অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্মাণের দায়িত্ব দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সহায়তায় আল আমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘ওভারপাসের নির্মাণ কাজ চলায় মহাসড়কের একটি মাত্র সড়ক খোলা আছে। এর আগে ফেনী শহরের মধ্যদিয়ে কিছু গাড়ি চলাচল করলেও শুক্রবার থেকে ওই সড়কেও নির্মাণকাজ শুরু করেছে ফেনী পৌরসভা। তাই যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা ইতোমধ্যেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি।’
একুশে/এএ