চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদবঞ্চিত এবং পদধারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় দুপক্ষের মাঝে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।সংঘর্ষে আবির ইকবাল নামের একজন আহত হয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
চবি মেডিকেল অফিসার ডা.আবু তৈয়ব একুশে পত্রিকাকে বলেন, আহত আবীর আঙ্গুলে ব্যথা পেয়েছে, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টায় ছাত্রলীগের
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকা থেকে মিছিল নিয়ে শাহজালাল হলের দিকে যেতে থাকে।
এসময় সোহরাওয়ার্দী হলে অবস্থানরত পদবঞ্চিত নেতা-কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন ।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস হোসেন বলেন, ‘প্রথমে পুলিশ সদস্য কম থাকলেও পরে বাইর থেকে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।’