চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উইমেন্স ইনোভেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই যে কোন উন্নয়ন-অগ্রগতিতে নারীদের সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। এজন্য প্রয়োজন নারীর যথাযথ ক্ষমতায়ন ও সমঅধিকার।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অনুসরণে উইমেন্স ইনোভেশন ক্যাম্প আয়োজন একটি সময়োপযোগী কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের উদ্ভাবনী শক্তি সম্পর্কে অবগত। বর্তমানে যেসব নারী উদ্ভাবনী চিন্তা ও ধারণাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় তাদের জন্য অনেক বড় বড় সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে।
আতœবিশ্বাসের সাথে নতুন আইডিয়াগুলোকে বাস্তবে রূপদান করার জন্য আগামীদিনের নারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানান চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েটের সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর ইনোভেশন এসোসিয়েট মো: সাখাওয়াত ইসলাম, সার্ভিস ইনোভেশন ফান্ড এসোসিয়েট জনাব নাহিদ আলম।
এ সময় অভিজ্ঞতা বিনিময় করেন চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডসস্লাইড রিসার্চ এর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আক্তার এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিয়াম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান।