চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিত দুই পক্ষের নামের তালিকা নেয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
শুক্রবার বিকেলে মুঠোফোনে তিনি বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি আমরা। দুই পক্ষের পদবঞ্চিতদের কথা আমরা শুনেছি। তাদের দেওয়া তালিকা আমরা নিয়েছি। ঢাকায় গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে শুক্রবার দুপুরে কমিটি নিয়ে চলমান অস্থিরতা নিরসনে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। এরপর বিকেল তিনটায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না হওয়া নেতাদের আন্দোলনে চলমান অস্থিরতার প্রেক্ষিতে শুক্রবার চট্টগ্রামে আসেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।