চট্টগ্রাম : নগরীর সানশাইন গ্রামার স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ মে) বেলা ১ টার দিকে সানশাইন স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় স্কুল ছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি বক্তারা বলেন, ‘আমরা এমন মৃত্যু কখনো কামনা করি না। পরিবার, সমাজ ও রাষ্ট্র এমন মৃত্যু মেনে নিতে পারেনা। আমরা ভবিষ্যতে আর কোন তাসফিয়ার অকাল মৃত্যু দেখতে চাই না। আর এজন্য পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।’
বক্তারা আরো বলেন, ‘সামাজিক ও নৈতিক অবক্ষয় দূর করতে জনমত তৈরী করতে হবে। কোমলমতী ছাত্র ছাত্রীদের হাতে প্রযুক্তির অপব্যবহার রোধ করতে পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।’
ছাত্রনেতা সাজ্জাদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও ছাত্রনেতা সায়েদ বিন আব্দুল্লাহ নাহিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক এম হালিম সিকদার মিতু, মিজানুর রহমান মিজান, মহানগর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এএ