বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রাউজানে মুনিরীয়া তবলীগের মাহফিল শুক্রবার

| প্রকাশিতঃ ৩ মে ২০১৮ | ৭:৩০ অপরাহ্ন

একুশে ডেস্ক : রাউজান পৌরসভার সুলতানপুর কাজীপাড়ায় পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ মে) বাদ জুমা থেকে সমাজ উন্নয়নমূলক সংগঠন কাজীপাড়া অগ্রণী যুব নিশান ক্লাবের উদ্যোগে এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান ১নং শাখা ও ৯৭নং সুনতানপুর উচ্চ বিদ্যালয় শিক্ষাঙ্গন শাখার সার্বিক সহযোগিতায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু স্মরণে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর এপিএস মুহাম্মদ নূর খানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা প্যানেল মেয়র-২ মো. জমির উদ্দিন পারভেজ, আলহাজ আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান, মো. জানে আলম জনি, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আলহাজ মুহাম্মদ হাসেম।

মাহফিলে বক্তব্য রাখবেন মুনিরীয়া তবলীগ কমিটি ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ আল্লামা মুফতি ইব্রাহীম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ সেকান্দর আজমী, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, আল্লামা মুহাম্মদ ফোরকান ও মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

একুশে/এএ