বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চবি ছাত্রলীগের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ

| প্রকাশিতঃ ২৩ জুলাই ২০১৬ | ১২:৫৫ পূর্বাহ্ন

received_1080874125332119চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে ভাগ হওয়া বগি ভিত্তিক রাজনীতি।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে এখন থেকে এই বগিভিত্তিক রাজনীতি বর্জন করার নির্দেশ দেয় হলো। একই সাথে নিষিদ্ধ করা হলো বগিভিত্তিক রাজনীতি।

প্রসঙ্গত, ছাত্রলীগ ১৯৭৭ সালে বগিভিত্তিক রাজনীতি শুরু করে। অবশেষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার মধ্য দিয়ে চবিতে অবসান হলো বগি ভিত্তিক রাজনীতির অধ্যায়।