ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল রোববার (৬ মে) প্রকাশিত হবে। এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করবেন। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী।
শনিবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান।
তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও ফলাফল প্রকাশের রেওয়াজ মানা হচ্ছে। সে হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে ফলাফলের আনুষ্ঠানিক উন্মোচনের পর দুপুর একটায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিস্তারিত তুলে ধরা হবে। সেখানে দেশের মোট ১০টি শিক্ষা বোর্ড প্রধানরা উপস্থিত থাকবেন। এরপর মোবাইলে এসএমসহ ইন্টারনেট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানা যাবে।’
গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।
এ বছর মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী সারাদেশের ৩ হাজার ৪১২ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত কয়েক বছর থেকে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার মোট ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরও সে ধারাবাহিকতা বজায় থাকছে।
একুশে/এএ