শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিক্রি হয়ে গেল ইয়াহু

| প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৬ | ১১:২৭ অপরাহ্ন

ইয়াহু yahooঢাকা: অবশেষে বিক্রি হয়ে গেল ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু। ৫০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটির মূল ব্যবসা (সার্চ ও বিজ্ঞাপন) কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন কমিউনিকেশন।

এখন থেকে এক সময়ের জনপ্রিয় ইন্টারনেট ব্র্যান্ড এওএল’র সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হবে ইয়াহু।

এর মাধ্যমে কার্যত ইয়াহু মেইল, ফটোগ্রাফি সাইট ফ্লিকার, টুম্বলার এবং এওএল’র সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এবং প্রযুক্তি সংবাদ সাইট টেক ক্রানচের মালিক হলো ভেরাইজন।

এওএল’র প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রং বলেন, ‘এই চুক্তির মাধ্যমে ইয়াহুর সক্ষমতাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে।’

প্রতি মাসে শত কোটিরও বেশি গ্রাহক ইয়াহু ব্যবহার করে, তাই ইয়াহুকে একটি বৈশ্বিক মোবাইল মিডিয়া কোম্পানিতে রূপান্তর করার কথা জানিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান ভেরাইজন।

তবে ইয়াহুর মূল ব্যবসা কিনে নিলেও নতুন এই ক্রয় চুক্তির বাইরে আছে ইয়াহু-চীনের লাভজনক উদ্যোগ ‘আলিবাবা’।

বেশ কিছুদিন আগে থেকেই ইয়াহু কেনার জন্য দরদাম চলছিল। ইয়াহুকে কিনতে চেয়েছিল টেক জায়ান্ট মাইক্রোসফট। ২০০৮ সালে ইয়াহুকে কিনতে ৪৪ বিলিয়ন ডলার দিতে রাজি ছিল সফটওয়্যার জায়ান্ট।