ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই যে ‘আড়াল’ হয়েছিলেন আর সামনেই আসেননি। সামনে আসা বলতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ছিল একই কাহিনী। হঠাৎ করে ক্লাবের অধিনায়কত্ব ছেড়ে সাংবাদিক দেখলেই মুখ ফিরিয়ে নিতেন। সেই মুশফিক গতকাল বিকেল নাগাদ মিরপুরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন।
‘আমার ১০/১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওটাই ছিল সবচেয়ে বাজে দিন। সেদিন শট নির্বাচনে আমার ভুল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত বল ঠিকমতো ব্যাটে নিতে পারিনি।’ অতীতের কথা স্মরণ করেন ‘ভারাক্রান্ত’ মুশফিক।
বিশ্বকাপের ওই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১১ রান। ক্রিজে ছিলেন দুই ‘ভায়রা’ মুশফিক-রিয়াদ। পরপর দুই বলে বাউন্ডারি মেরে জয়ের আশা জাগান মুশফিক। সেই মুশফিকই আবার পরে বলে বড় শট খেলতে যেয়ে ম্যাচ ফেলে দেন। একই কাজ করেন রিয়াদও।
ম্যাচের পরে মুশফিক সব দায় নিজের কাঁধে নিয়ে ভক্তদের কাছে ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেন। সেই থেকে মুখে কুলুপ আঁটেন। দেশে ফিরে সাংবাদিকদের সচেতনতার সঙ্গে এড়িয়ে চলা শুরু করেন।
মুশফিকের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ওই ম্যাচের পর সবার পরামর্শ অনুযায়ী মুশফিক গণমাধ্যম এড়িয়ে চলেন। চুপচাপ থেকে বড় ম্যাচ হারার ধাক্কা সামলানোর চেষ্টা করেন।
শেষ ওভারের কথা স্মরণ করে মুশফিক বলেন, ‘সবকটি বল হিট করার মতো ছিল। কিন্তু শট নেয়ার সময় আমি কিছুটা নিচু হয়ে যাই। যার কারণে টাইমিং হয়নি।’