রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিসাস কার্যালয়ে আধুনিক গ্রন্থাগার

| প্রকাশিতঃ ২৯ মে ২০১৮ | ২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আধুনিক গ্রন্থাগার স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে চাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থাগারের উদ্বোধন করেন চবিসাস উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী।

উদ্বোধনকালে আলী আজগর চৌধুরী বলেন, এ গ্রন্থাগার সাংবাদিকতার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা রাখবে। গ্রন্থাগার থাকায় সাংবাদিকরা পড়াশুনায় আগ্রহী হয়ে উঠবে। পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকতা পেশায় অবদান রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।