রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ছিল ফেল, পুনঃনিরীক্ষণে হল জিপিএ-৫

| প্রকাশিতঃ ৩১ মে ২০১৮ | ৪:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এবার চট্টগ্রাম বোর্ডে ৫২৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে আরও ৪৮ জন, যাদের একজনকে আগে ফেল দেখানো হয়েছিল। বৃহস্পতিবার এই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ৬ মে প্রকাশিত ফলাফলে চকরিয়া করক বিদ্যাপীটের শিক্ষার্থী তৌরিন তাসনিয়া তাসফি ফেল করেন বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ বিষয়ে। তবে বাকি সব বিষয়ে জিপিএ-৫ পায় সে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে দেখা যায় তাসফি ফেল করা বিষয়টিতে জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম জানান, এ বছর এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এ জন্য পুনরায় নিরীক্ষণ করা হয়েছে ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র। আবেদনকারীদের মধ্যে ৪৫০ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। পুনঃনিরীক্ষণে ৫১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। ফেল করেছিলেন এমন একজনও পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন পাসের হার ছিল ২০১৫ সালে ৮২ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার ৯৪ জন। পুণঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা আরও ৪৮ জন বেড়েছে।

একুশে.এসআর