বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ফোন

| প্রকাশিতঃ ২৯ জুলাই ২০১৬ | ১১:৫৫ পূর্বাহ্ন

black-berryঢাকা: হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ফোন বাজারে ছাড়লো। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মডেল ডিটিইকে৫০। এর আগে ব্ল্যাকবেরি প্রিভ নামের একটি ফোন বাজারে ছেড়েছিল। সেটি তেমন সাড়া ফেলতে পারেনি।

মাধ্যম ঘরানার এই ফোনটিতে মূল্য হাতের নাগালেই।

ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনটি গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রি-অর্ডার শুরু হয়েছে। দেশটিতে ফোনটি বিক্রি হচ্ছে ২৯৯ ডলারে। ৮ আগস্ট থেকে ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছে দেবে ব্ল্যাকবেরি।