বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জিডি করলেন চবি উপাচার্য

| প্রকাশিতঃ ৩০ জুলাই ২০১৬ | ৮:৩৯ অপরাহ্ন

cu vc 2চট্টগ্রাম: হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দুই থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শনিবার বিকেলে উপাচার্যের পক্ষে নগরীর খুলশী এবং জেলার হাটহাজারী থানায় পৃথক দুটি জিডি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, হত্যার হুমকি পাওয়ার ঘটনায় চবি উপাচার্যের হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জিডি করেছেন। আমরা এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি।

প্রসঙ্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনসহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) ডাকযোগে চিঠিটি নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়ে এসে পৌঁছায়।

হত্যার হুমকি পাওয়া বাকি তিনজন হলেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব ডা.চন্দন দাশ এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।