শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আইপি ইস্যু চট্টগ্রাম থেকে করতে কৃষিমন্ত্রীর প্রতি চেম্বার সভাপতির আহবান

| প্রকাশিতঃ ২৫ জুন ২০১৮ | ৭:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: খাদ্যশস্য আমদানিতে প্রয়োজনীয় আইপি (ইমপোর্ট র্পামিট) আগের মতো উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, চট্টগ্রাম থেকে ইস্যু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

রোববার মন্ত্রীকে দেয়া এক পত্রের মাধ্যমে তিনি এ আহ্বান জানান বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

২০০২ সাল থেকে এই আইপি চট্টগ্রাম থেকে ইস্যু করা হলেও সম্প্রতি উদ্ভিদ সংগনিরোধ বিধিমালা-২০১৮ মোতাবেক চট্টগ্রাম কার্যালয়ের পরিবর্তে কৃষি অধিদপ্তর ঢাকা থেকে আইপি ইস্যু করার নির্দেশনা জারীর প্রেক্ষিতে তিনি এ আহবান জানান।

একই আইনে উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানির ক্ষেত্রে কোন বিধিমালা লংঘন করা হলে বিশেষ ছাড়পত্র (এসআরও) প্রদান করার বিধানও রহিত করা হয় যা পুনর্বিবেচনারও দাবী জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি।