বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সিটিসেল যে কোনো সময় বন্ধ

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৬ | ৭:২৩ অপরাহ্ন

Citycellঢাকা: সরকারের পাওনা শোধ করতে না পারায় মোবাইল ফোন অপারেটর ‘সিটিসেল’ এর কার্যক্রম যে কোনো সময় বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

তিনি বলেন, সিটিসেলের কাছে আমাদের পাওনা রয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা। বারবার তাগিদ দেওয়া হলেও তারা এ পাওনা মেটানোর কোনো উদ্যোগ নেয়নি। আইন অনুযায়ী পাওনা না দেওয়ায় যে কোনো সময় আমরা সিটিসেল বন্ধ করে দিতে পারি। এক্ষেত্রে সিটিসেলের যে গ্রাহক রয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের জানিয়ে দেওয়া হবে আগামী ১৬ অগাস্টের মধ্যে বিকল্প সেবা বা ব্যবস্থা নিতে।

এবিষয়ে জানার জন্য সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক রিলেশন্স তাসলিম আহমেদ ও সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি।