চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যসহ পাঁচজনকে উড়োচিঠির মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চবি ছাত্রলীগ।
মিছিলটি রোববার দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু ও এইচ.এম.ফজলে রাব্বী সুজন।
বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা জঙ্গীবাদের প্রতি কঠোর হুশিয়ারি জারি করেন।
বক্তারা বলেন, ২৩ হাজার শিক্ষার্থীর অভিভাবক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ইফতেখার উদ্দীন চৌধুরী-কে রক্ষা করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধপরিকর।
সমাবেশে বক্তারা আরো বলেন, জঙ্গীবাদ-মৌলবাদ নির্মূল করতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। এই ঘটনার পেছনের কুশীলবদের অতি দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্যে প্রশাসনের নিকট জোর দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সহ-সভাপতি মোঃ মনছুর আলম, হোসাইন আল মাসুম, মোঃ রাকিব উদ্দীন, মোঃ নূর হোসাইন, আহসান হাবীব রুপু, আমিনুল ইসলাম রাসেল, সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, আবু তোরাব পরশ, বায়েজিদ মিয়া সজল, মিজানুর রহমান মিনু, শেখ রাশেদুজ্জান শুভ, সাংগঠনিক স¤পাদক বোরহান উদ্দীন, জাহাঙ্গীর আলম, মোঃ আরমান, মিনহাজুল ইসলাম, ইমামুল হক রাসেল, মোঃ ফারুক প্রমূখ।