শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৫০ লাখ শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন আজ

| প্রকাশিতঃ ১ অগাস্ট ২০১৬ | ৯:৩২ পূর্বাহ্ন

governmentশিক্ষা মন্ত্রণালয়দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে আজ (১ আগষ্ট) সোমবার। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার একমাস পূর্তিসহ দেশের সবক’টি জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এ মানববন্ধনের ডাক দিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার দেশের সবক’টি স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেবেন।