বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ম্যাক্স হাসপাতালে র‌্যাবের মোবাইল কোর্ট

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৮ | ১২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের বিতর্কিত ম্যাক্স হাসপাতালে র‌্যাব-৭ এর একটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করছে।

সকাল ১১ টার দিকে র‌্যাব-৭ এর দলটি ম্যাক্স হাসপাতালে যায়। এরপর ভেতরে প্রবেশ করে সেখানেই তারা মোবাইল কোর্ট বসিয়েছে। র‌্যাব-৭ এর মিডিয়া উইং থেকে মিডিয়া অফিসারের পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে ম্যাক্স হাসপাতালের ত্রুটিপূর্ণ লাইসেন্স অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালনার বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে বলে জানা গেছে।

বিভিন্ন রোগের ডায়াগনোসিস ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ করে মর্মে প্রচার হলেও মূলত তারা প্যাথলজিক্যাল টেস্টগুলো করে আনে পপুলার থেকে। পরে ম্যাক্সের প্যাডে তা প্রচার করে। প্রাথমিকভাবে এ ধরনের বিভিন্ন অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের চোখে ধরা পড়েছে। এছাড়া বিদেশি ওষুধ রাখলেও সেগুলোর কোনো কাগজপত্র দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ

অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা দিচ্ছেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহানসহ র‌্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা।

সম্প্রতি আড়াই বছর বয়সী সাংবাদিক-কন্যা রাইফা খান ভুল চিকিৎসা ও ডাক্তার-নার্সদের অদক্ষতা ও অবহেলায় এ হাসপাতালে মারা যায়। এরপর স্বাস্থ্য অধিদফতরের পর্যবেক্ষণ এবং সিভিল সার্জন মো. আজিজুল হক সিদ্দিকীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ হাসপাতালের নানা অব্যবস্থাপনা, অনিয়ম উঠে আসে।

ছবি : আকমাল হোসেন

একুশে/এটি