চট্টগ্রাম: ভূমিকম্প প্রতিরোধে টেকসই নির্মাণের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ বিষয়ক দিনব্যাপী সেমিনারে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ (আইইইআর) এর আয়োজনে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনারের উদ্বোধন করেন অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম।
এতে অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে আমরা খুব অসহায় হয়ে পড়ি। সবখানে নানা ধ্বংস দেখা যায়। বহুতল ভবনগুলোর অবস্থা আরো করুণ হয়।
তিনি বলেন, আমাদের অঞ্চলে গড়ে ১০০ বছরে ১টি বড় ধরনের ভূমিকম্প হওয়ার তথ্য আছে। ফলে আমরা কেউ বিপদমুক্ত নই। আমাদেরকে এখন টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে।
এতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, বুয়েট-জেআইডিপিইউএস এর পরিচালক অধ্যাপক ড. রাকীব আহসান।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন আইইইআর’র পরিচালক ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া।