রাশিয়া: রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।
১০ নম্বর জার্সিধারী ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ মাঝ মাঠ থেকে গোলের রসদ জোগান ফরোয়ার্ড লাইনে। কখনো কখনো অবতীর্ণ হন ত্রাতার ভূমিকায়। গোল করতে ও গোল করাতে ভীষণ পারদর্শী তিনি। ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো ফাইনালে তুলতে তার অবদান অনেক।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। সেখান থেকে সমতা ফেরানোর পর দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলতে অতিরিক্ত সময়ে হওয়া গোলটিতে অবদান রাখেন লুকা মদ্রিচ। এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্স চোখে পড়েছে সবার। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তার দূরপাল্লার বাঁকানো শট থেকে করা গোলটি মুগ্ধ করেছে সবাইকে।
৬ ম্যাচে তিনি ২টি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন। ছয় ম্যাচে তিনি ৫৩৫ বার বল টাচ করেছেন। পেছনে ফেলেছেন টিকিটাকা বিশেষজ্ঞ স্পেনের ইসকো ও সার্জিও রামোসকে। ৫৩৫ টাচের মধ্যে ২৮৯টি ছিল প্রতিপক্ষের অর্ধে। ১৪৭টি ছিল আক্রমণভাগে।
বল হারিয়ে সেটা পুনরুদ্ধার করার দৌড়ে মডরিচ আছেন চতুর্থ স্থানে। তিনি ৪৮ বার বল হারিয়ে আবার পুনরুদ্ধার করেছেন। তিনি দলের জন্য ১৬টি সুযোগ তৈরি করেছেন। সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন ব্রাজিলের নেইমার (২৩টি)।
আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ গোল ছাড়াও নাইজেরিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে তিনি পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন দলকে। তার নেতৃত্বে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে অপরাজিত আছে ক্রোয়েশিয়া।