রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

২৭২ রানের টার্গেট টাইগারদের সামনে

| প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৮ | ৭:৪২ পূর্বাহ্ন

এএফপি: টস জেতার পর ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। প্রথম ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে রান দিয়েছে মাত্র ৩৪ রান। তবে শেষ পর্যন্ত রানের লাগাম আর সেভাবে টেনে ধরতে পারেনি তারা। সবগুলো উইকেট তুলে নিলেও ৪৯ ওভার ৩ বল শেষে টাইগারদের সামনে ২৭২ রানের টার্গেট বেঁধে দিয়েছে স্বাগতিকরা।

টস জয়ের পর ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা চেপে ধরেছিল টাইগাররা। সপ্তম ওভারে যখন ই লুইস সাঁঝ ঘরে ফেরেন তখন দ্বিতীয়বার হাসি ফোটে বাংলাদেশ শিবিরে। দলীয় ৫৫ রানের সময় যখন গেইল বিদায় নেন তখন বাংলাদেশ শিবিরে আনন্দের ছোঁয়া। শত রান না পেরুতেই তৃতীয় উইকেটের বিদায়ের পর চালকের আসনে বসে বাংলাদেশ।

১০২ রানে চতুর্থ উইকেটের পতনের পর পঞ্চম উইকেটের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয় বাংলাদেশকে। এই জুটি যখন শত রান ছাড়ায় তখন বোঝা যাচ্ছিল ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে শিমরন হেতমায়ারের ১২৫ রানে ৪৯ ওভার ৩ বল খরচ করে সবগুলো উইকেট খরচ করে টাইগারদের সামনে ২৭২ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ।