শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিক ফুটবলে কাল মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিতঃ ৩ অগাস্ট ২০১৬ | ১:৪০ অপরাহ্ন

ঢাকা: রিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শুক্রবার। তার আগে আগামীকাল থেকে মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট। প্রথমদিন ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বৃহস্পতিবার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। এর আগে বাংলাদেশ সময় রাত দশটায় উদ্বোধনী ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ডেনমার্ক।

‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত চারটায় সুইডেনের মুখোমুখি হবে কলম্বিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত বারোটায় হন্ডুরাসের মুখোমুখি হবে আলজেরিয়া। একই গ্রুপের ম্যাচে রাত তিনটায় পর্তুগালের মুখোমুখি হবে অলিম্পিকে দুইবার স্বর্ণজয়ী আর্জেন্টিনা।

ফুটবলে এবার একমাত্র তারকা ব্রাজিলের নেইমার। তাকে নিয়ে অনেক আগে থেকেই ব্রাজিলের পরিকল্পনা ছিলো। যার কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরে নেইমারকে বসিয়ে রেখেছিলো ব্রাজিল।

অলিম্পিকে তিনবার রৌপ্য জিতলেও এখনও পর্যন্ত স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল। তাই এবার স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে স্বর্ণ ক্ষুধা মেটাতে চায় তারা। গত আসরের ফাইনালে মেক্সিকোর কাছে হেরেছিলো ব্রাজিল।

চারটি গ্রুপে এবার অলিম্পিক ফুটবল ইভেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ‘এ’ গ্রপে রয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক, ডেনমার্ক। ‘বি’ গ্রুপে রয়েছে সুইডেন, কলম্বিয়া, জাপান, নাইজেরিয়া। ‘সি’ গ্রুপে রয়েছে ফিজি, মেক্সিকো, জার্মানি, দক্ষিণ কোরিয়া। ‘ডি’ গ্রুপে রয়েছে হন্ডুরাস, পর্তুগাল, আলজেরিয়া, আর্জেন্টিনা।