শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আমীর খসরুর বিরুদ্ধে মামলা, যে কোনো সময় গ্রেফতার

| প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৮ | ১২:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

শনিবার রাত পৌনে ১১ টায় সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দস্তগীর জাকারিয়া। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথোপকথন এবং অন্তর্ঘাতি কার্যের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন একুশে পত্রিকাকে বলেন, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অজ্ঞাতজনদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়েছে।

এর মধ্যেই মামলার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ডিভাইস জব্দ এবং যে কোনো সময় আমীর খসরু মাহমুদকে গ্রেফতার করা হতে পারে বলেন জানান ওসি মহসীন।

একুশে/এএইচ/এটি