বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

এসএম সাইফুল আলমের পিতার ইন্তেকাল, বিএনপি নেতৃবৃন্দের শোক

| প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৮ | ১২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের পিতা নুরুল আলম আজ শুক্রবার (১০ আগস্ট) সকাল ১০ টায় নগরীর জিইসির মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ আছর নগরীর বায়তুশরফ জামে মসাজদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নগরীর ২২ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে নুরুল আলমের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শহাদাত হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা
দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, জাসাস সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, ডবলমুরিং থানা বিএনপি সভাপতি মোঃ সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, ২৩ নং পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ মহসিন প্রমুখ নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি