বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সাংবাদিক নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী রোববার

| প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৮ | ১১:০০ অপরাহ্ন

চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক চট্টগ্রামের সাংবাদিকদের রুটি-রুজির সংগ্রামের নিবেদিতপ্রাণ প্রবীণ সাংবাদিক এবং সিইউজের সাবেক সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটটেড-এর প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী রোববার। ২০১৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি মিরসরাইয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর উদ্যোগে শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকা জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রবীণ এই সাংবাদিক ছাত্রাবস্থায় ‘৫২ এর ভাষাআন্দোলনে জড়িয়ে পড়েন। ফেনী কলেজে লেখাপড়া করার সময় ভাষার দাবিতে গড়ে উঠা ছাত্র আন্দোলন, ‘৬০ দশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। পেশাগত জীবনে দৈনিক আজাদ, দৈনিক পুর্বদেশ (ঢাকা), দৈনিক সংবাদ, রাজশাহী বার্তা, দৈনিক জনতা, দৈনিক জনকন্ঠ, দৈনিক বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন। তিনি স্বাধীনতা-উত্তর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র ১৯৭৩ থেকে ১৯৭৪, ১৯৭৪ থেকে ১৯৭৫ পর্যন্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম সাংবাদিক কো আপারেটিভ হাউজিং সোসাইটিরও প্রতিষ্ঠাতা ছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি