চট্টগ্রাম : বেওয়ারিশ ও গরীব অসহায় রোগী মারা গেলে তাদের বিনামূল্যে কাফনের কাপড় ও আনুষঙ্গিক উপকরণ সরবরাহের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
রোববার হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম এর হাতে কিছু সংখ্যক দাফনের কাপড় ও আনুষঙ্গিক উপকরণ তুলে দেন হাসপাতালের আজীবন সদস্য লায়ন মোঃ মাহমুদুর রহমান শাওন। এই খাতে তিনি নিয়মিত সহযোগিতা করার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, এস এম কুতুব উদ্দিন, এম জাকির হোসেন তালুকদার, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) ডাঃ এ কে এম আশরাফুল করিম ও মোঃ মনজুরুল আলম চৌধুরী।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি