চট্টগ্রাম : পবিত্র মক্কায় অবস্থানরত প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মালিকানাধীন ‘মেয়র হজ্ব কাফেলা’র হাজিদের দেখতে গেলেন চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
শনিবার সকালে মক্কায় মসজিদুল হেরেমের কাছে একটি হোটেল মেয়র হাজিদের দেখতে গেলে মেয়রকে স্বাগত জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র হজ্ব কাফেলার প্রধান নির্বাহী খোরশেদ আলম সুজন।
মেয়র হাজিদের সাথে কিছু সময় কাটান, তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। এবং হাজিদের যে কোনো অসুবিধায় তিনি পাশে থাকবেন বলে জানান।
এসময় মেয়রের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মোরশেদ আলম, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মোর্শেদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।
পরে মেয়র হাজিদের নিয়ে একসঙ্গে আহার করেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি