শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিনায় প্রবল ধূলিঝড়

| প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৮ | ১:২৯ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার দিনভর প্রচণ্ড গরম থাকলেও হঠাৎ সন্ধ্যার আগে (স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টা)সৌদি আরবের মিনায় প্রবল ধূলিঝড় শুরু হয়। ধূলিঝড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। রাস্তা হয়ে যায় অনেকটা ফাঁকা।

এ সময় মিনায় তাবুতে অবস্থানরত লাখো হজ পালনকারীর মাঝে আতঙ্ক দেখা দেয়। ধূলিঝড়ের ধূলিকণা তাবুতেও ঝাপটে পড়ে। এসময় হজ পালনকারীরা সমস্বরে সূরা কেরাত পাঠ শুরু করেন।
একুশে/এটি